ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শিল্পকলায় প্রাচ্যনাটের নাটক দেখবেন ‘বিউটি সার্কাস’ টিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
শিল্পকলায় প্রাচ্যনাটের নাটক দেখবেন ‘বিউটি সার্কাস’ টিম

প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘পুলসিরাত‘ দেখবে সম্প্রতি মুক্তি প্রাপ্ত সিনেমা ‘বিউটি সার্কাস’ টিম। সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলা‌দেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হবে নাটকটি।

এদিন দর্শক আসনে বসে নাটকটি উপভোগ করবেন ‘বিউটি সার্কাস‘ সিনেমার পরিচালক  মাহমুদ দিদার, অভিনেত্রী জয়া আহসান, অভিনেতা ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, মনিসা অর্চিসহ পুরো টিম।

জানা যায়, নাটক শেষে তারা নাটক এবং চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের সঙ্গে আড্ডায় অংশ নেবেন তারা।  

‘ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানি‘র উপন্যাস ‘মেন ইন দ্য সান‘ অবলম্বনে নাটকটি অনুবাদ করেছেন মাসুমুল আলম। নাট্যরুপ দিয়েছেন ম‌নিরুল ইসলাম রু‌বেল এবং ‌নি‌র্দেশনা দিয়েছেন কা‌জি তৌফিকুল ইসলাম ইমন।

‘পুলসিরাত’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, মনিরুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম জার্নাল, চেতনা রহমান ভাষা প্রমুখ। সেট ডিজাইন করেছেন শাহীনুর রহমান, সংগীত পরিকল্পনায় নীল কামরুল, আলোক পরিকল্পনায় বাবর খাদেম।

এদিকে বসুন্ধরা গুঁড়া মশলা নিবেদিত ‘বিউটি সার্কাস’ সিনেমা নির্মিত হয়েছে সার্কাসের দলপতি হয়ে এক অদম্য নারীর টিকে থাকার লড়াই ও প্রতিশোধের গল্পে।

সিনেমাটি বর্তমানে যেসব হলে প্রদর্শিত হচ্ছে: রাজধানীর স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স (সিলেট), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), মম ইন (বগুড়া), পূরবী (ময়মনসিংহ), বিজিবি (সিলেট), তাজ সিনেমা (নওগাঁ), সংগীত সিনেমা (খুলনা), মর্ডান সিনেমা (দিনাজপুর), পান্না সিনেমা (মুক্তারপুর), রাজ সিনেমা (কুলিয়ারচর), মাধবী সিনেমা (মধুপুর), আনন্দ সিনেপ্লেক্স (গুরু দাসপুর), রাজিয়া সিনেমা (নাগরপুর)।  

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।