ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মুক্তি পেলো অপু বিশ্বাসের সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
মুক্তি পেলো অপু বিশ্বাসের সিনেমা অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ঈশা খাঁ’ মুক্তি পেয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দেশের ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

‘ঈশা খাঁ’ সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক ডায়েল রহমান। এর প্রধান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব। তার বিপরীতেই অভিনয় করেছেন অপু।  

এ বিষয়ে ডিএ তায়েব বলেন, “বড় বড় ১৮টি হলে মুক্তি পেয়েছে আমাদের সিনেমাটি। যেহেতু ‘অপারেশন সুন্দরবন’ ও ‘বিউটি সার্কাস’ অনেক হলে চলছে, তাই কিছু হল আপাতত পাইনি। তবে আশাবাদী, সামনে হলের সংখ্যা বাড়বে। ’ 

বাংলার বারো ভুঁইয়াদের প্রধান ঈশা খাঁ ও তার সময়ের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে ঈশা খাঁ’র ভূমিকায় আছেন তায়েব। এই অভিনেতা সিনেমাটিকে তুলনা করেছেন বিখ্যাত ‘বাহুবলী’র সঙ্গে!

সিনেমাটিতে তায়েব ও অপুর সঙ্গে আরো অভিনয় করেছেন রেবেকা, ডন, তামান্না প্রমুখ। এটি প্রযোজনা করেছে এসজি প্রডাকশন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।