ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সন্তানের হাসিমুখ দেখতে নির্ঘুম রাত কাটে পরীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
সন্তানের হাসিমুখ দেখতে নির্ঘুম রাত কাটে পরীর রাজ্যের সঙ্গে পরীমণি

চিত্রনায়িকা পরীমণির পৃথিবীজুড়ে এখন কেবল একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। চলতি বছরের ১০ আগস্ট মা হওয়ার পর থেকেই বদলে গেছে পরীর প্রতিদিনের রুটিন।

নতুন এই জীবনের নানা ধরনের অভিজ্ঞতার কথা জানিয়ে প্রায়ই সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট করছেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। সম্প্রতি জানালেন নতুন অভিজ্ঞতার কথা।

ঘুমের মধ্যে সন্তানের হাসিমুখ দেখার জন্য নাকি রাত জেগে থাকেন তিনি। এ বিষয়ে ফেসবুকে অভিনেত্রী লেখেন, ‘আমার ছেলে না ঘুমালে তো আমারও ঘুম নেই। তারপর একটা সময় ছেলে আমার ঠিকই ঘুমায় আর আমি চাতকের মতো তার মুখের দিকে তাকিয়ে থাকি। কখন সে ঘুমু ঘুমু হাসবে...। ’

চার দিন আগেও রাজ্যর সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন ফেসবুকে। ছবিতে দেখা যাচ্ছে, কাশফুল বনের ভেতর ছেলেকে জড়িয়ে ধরে আছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘শান্তি’।  

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।