ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রকাশ হলো রন্টি দাসের ‘আপন হাতে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
প্রকাশ হলো রন্টি দাসের ‘আপন হাতে’ রন্টি দাস

পূজা উৎসবে উপলক্ষে প্রকাশ হলো রন্টি দাসের গান ‘আপন হাতে’। এ গানে কণ্ঠ প্রদানের পাশাপাশি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন শিল্পী নিজেই।

গানের কথা লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীতপরিচালনা করেছেন উজ্জ্বল সিনহা। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

গান প্রসঙ্গে রন্টি দাস বলেন, উৎসবের সময়ে শ্রোতারা নতুন গানের অপেক্ষায় থাকেন। আমার এ গানটির কথা ও সুর শ্রোতাদের মনে দাগ কাটবে। এখন আর আগের মতো অনেকগুলো গান একসঙ্গে প্রকাশ হয় না। তাই যে গানটি করি সেটির কথা ও সুর সব মনের মতো হলেই করছি।

জানা যায়, ‘আপন হাতে’ গানটি রঙ্গন মিউজিক-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।