ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভাঙনের গুঞ্জনে দীপিকাকে নিয়ে প্রেমময় পোস্ট রণবীরের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
ভাঙনের গুঞ্জনে দীপিকাকে নিয়ে প্রেমময় পোস্ট রণবীরের রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের

দীপিকা পাড়ুকোনের ভালোবাসাতেই রয়েছেন রণবীর সিং। বলিউডের এই তারকা দম্পতির সম্পর্কে নেই কোনো তিক্ততা।

রণবীরের কাছে দীপিকা হলেন রানি!

সম্পর্ক ভাঙনের সব গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন রণবীর সিং। স্পষ্ট জানিয়ে দিলেন, তার জীবনের রানিই হলেন দীপিকা।

কার্টিয়ারের যুক্ত হওয়ার পর ওই ব্র্যান্ডের একটি হিরার নেকলেস পরা দীপিকার ছবি শেয়ার করা হয়েছে ব্র্যান্ডের সামাজিক মাধ্যমের ওয়ালে। কালো এবং সাদা ওই ছবিতে দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন নায়িকা।  

স্ত্রীর এই ছবি থেকে চোখ সরাতে পারেননি রণবীর। টুইটারে টুইট করে লেখেন, ‘আমার রানি। আমাদের গর্বিত করেছ। ’

সম্প্রতি শোনা যাচ্ছিল রণবীর সিং আর দীপিকার সম্পর্কে নাকি তিক্ততা দেখা দিয়েছে। এমনকী, সম্পর্ক নাকি খুব শিগগিরই ভাঙতেও পারে। শোনা যাচ্ছে, সেই কারণেই নাকি ফের মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন দীপিকা। বলিউডে এমন গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে।

জানা যায়, গুঞ্জন শুরু মুম্বাইয়ের এক ট্যাবলয়েডের বিনোদন সাংবাদিকের টুইট থেকেই। তিনিই হঠাৎ টুইট করে লেখেন, দীপিকা ও রণবীরের সম্পর্ক ভাঙার কথা। এমনকী, এই সাংবাদিক তার টুইটে লেখেন, সংসারে অশান্তির কারণেই নাকি মানসিক অবসাদ এতোটাই বেড়েছে দীপিকার যে, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

এই টুইট ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। রণবীর ও দীপিকার ভক্তরা খবরটা দেখে চমকে ওঠেন। তবে অনেকেই মনে করছেন, এই টুইট একেবারেই ভুয়া। জোর করে গুঞ্জন তৈরি করার চেষ্টা।  

অনেকে আবার এই সাংবাদিককে একহাত নিয়েছেন, এই ধরনের খবর তৈরি করার জন্য। দীপিকা ও রণবীর ঘনিষ্ঠদের মতে, এই তারকা দম্পতি বেশ ভালো আছেন। তাদের সম্পর্কে কিছুই হয়নি।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।