ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একটা সময় কাউকে কেয়ার করতাম না: শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২২
একটা সময় কাউকে কেয়ার করতাম না: শবনম ফারিয়া শবনম ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। গ্লামার ও অভিনয়গুণ দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি।

আবার বিভিন্ন সময়ে মন্তব্য করে সমালোচিত হয়েছেন। ঠোঁটকাটা স্বভাবের এই অভিনেত্রী এবার জানালেন, তিনি নাকি একটা সময় কাউকে কেয়ার করতেন না! 

নিজের ফেসবুকে ফারিয়া লেখেন, ‘একটা সময় ছিল, আমি কাউকে কেয়ার করতাম না, কে কী বলল আমাকে নিয়ে, কে কী ভাবলো তাতে কিছুই আসত যেত না আমার। ’

তিনি লেখেন, ‘এইটা কিন্তু খুব বেশি দিন আগেরও কথা না। যা মাথায় আসত লিখে ফেলতাম। বলে ফেলতাম! আসলে তখন ভেতরে আমি অনেক হালকা ফিল করতাম। বুকের ভেতর পাথর নিয়ে ঘুরে বেড়ানোর অনুভূতি ছিল না। সম্ভবত বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো। ’

বর্তমান সময়ের অনুভূতি নিয়ে ‘দেবী’খ্যাত অভিনেত্রী লেখেন, ‘চাইলেও আর চিৎকার করতে না পারাও মনে হয় ভালো। বুক ফেটে চিৎকার করতে চাইলেও মুখ দিয়ে কোনো আওয়াজ বের না হওয়াও সম্ভবত ভালো। ’

ফারিয়া আরো লেখেন, ‘অনেক কিছুর বিচার চাইতে চেয়েও আকাশের দিকে তাকিয়ে উপরওয়ালার কাছে , প্রকৃতির প্রতিশোধের আকুতি করাও হয়তো ভালো। ’

গেলো সেপ্টেম্বর মাসেই ওয়েব ফিল্ম ‘হোটেল নিরিবিলি’ নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন শবনম ফারিয়া। মেহেদী হাসান হৃদয়ের রচনা ও পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, শহীদুজ্জামান সেলিম, শরাফ আহমেদ জীবন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।