ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৪৮ কোটি রুপিতে ৫৩ তলায় ফ্ল্যাট কিনলেন মাধুরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২২
৪৮ কোটি রুপিতে ৫৩ তলায় ফ্ল্যাট কিনলেন মাধুরী মাধুরী দীক্ষিত

বলিউড তারকাদের অনেকেই মুম্বাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। এই তালিকায় এবার যোগ হলো মাধুরী দীক্ষিতের নাম।

জানা যায়, মুম্বাইয়ের লোয়ার প্যারেল এলাকায় একটি ভবনের ৫৩ তলায় ফ্ল্যাট কিনেছেন মাধুরী। দাম ৪৮ কোটি রুপি। এই ফ্ল্যাটটি সি-ভিউ এবং ৫,৩৮৪ স্কয়ার ফিট।

১০ একর জমির ওপর গড়ে উঠেছে অ্যাপার্টমেন্ট ভবনটি। প্রত্যেকটি ফ্ল্যাট থেকে দেখা যায় সমুদ্র। শুধু তাই নয়, আছে সুইমিং পুল, ফুটবল পিচ, জিম, স্পা, ক্লাবসহ একাধিক লাক্সারিয়াস সুযোগ-সুবিধা।

মাধুরী দীক্ষিত সেপ্টেম্বরে এই ফ্ল্যাট কেনার চুক্তিতে সই করেন। ফ্ল্যাটে রয়েছে সাতটি গাড়ি পার্কিংয়ের সুবিধা।

শেষবার মাধুরীতে দেখা গিয়েছে ‘দ্য ফেম গেম’ ওয়েব সিরিজে। বর্তমানে অভিনেত্রীকে ‘ঝলক দিখলাজা ১০’-এ বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে ওটিটিতে মাধুরীর দ্বিতীয় প্রোজেক্ট ‘মজা মা’। আমাজন প্রাইমে আগামী ৬ অক্টোবর মুক্তি পাবে এটি। সিনেমাটি পরিচালনা করেছেন আনন্দ তিওয়ারি এবং প্রযোজনা করছেন অমৃতপাল সিং বিন্দ্রা।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।