ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একই সিরিজে তৌকীর-জাহিদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
একই সিরিজে তৌকীর-জাহিদ তৌকীর আহমেদ ও জাহিদ হাসান

নব্বইয়ের দশকের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ ও জাহিদ হাসান। মঞ্চে দুজন একই নাটকের দল নাট্যকেন্দ্রের সদস্য।

তাদের গুরু আরেক অভিনেতা তারিক আনাম খান।

তবে টিভি নাটকে জাহিদের আগে জনপ্রিয়তা পেয়েছেন তৌকীর। মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্র- তিন মাধ্যমেই তারা এর আগে একসঙ্গে কাজ করেছেন।  

এই দুই তারকা একসঙ্গে একক নাটক ‘নির্জন স্বাক্ষর’, ধারাবাহিক ‘ছোট ছোট ঢেউ’য়ে অভিনয় করেছেন। আবার তৌকীর আহমেদের পরিচালনায় ‘হালদা’ সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান।

তবে এবার প্রথমবারের মতো দুজন কাজ করতে যাচ্ছেন একই ওয়েব সিরিজে। গৌতম কৈরী পরিচালিত এ সিরিজের নাম এখনো চূড়ান্ত করা হয়নি।  

পরিচালক জানান, সোমবার থেকে সিরিজটির শুটিং শুরু করবেন। সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে তৌকীর আহমেদ, জাহিদ হাসান ছাড়াও অভিনয় করবেন সানজিদা প্রীতি, তানজিকা আমিন।

পাঁচ পর্বের সিরিজটি প্রযোজনায় রয়েছে আলফা আই। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, থ্রিলার ঘরানার গল্প। বায়োস্কোপে প্রদর্শনের জন্য নির্মিত হচ্ছে এই সিরিজ।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।