ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নান্দাইলে বিরল প্রজাতির প্যাঁচার ছানা

নান্দাইল সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১২
নান্দাইলে বিরল প্রজাতির প্যাঁচার ছানা

নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডিপাশা এলাকায় বৃহস্পতিবার বিরল প্রজাতির প্যাঁচার দু’টি ছানা ধরা পড়েছে।

আবুল হাসেম আকন্দ নামের এক ব্যক্তি প্যাঁচার ছানা দু’টি পৌরশহরের নতুন বাজার এলাকায় নিয়ে এলে বিপুল সংখ্যক লোক তা দেখতে ভিড় করে।

ছানা দু’টির চোখ লাল ও শরীর ধূসর রূপালী পালকে ঢাকা।

আবুল হাসেম আকন্দ (২৫) বাংলানিউজকে জানান, গ্রামের কয়েকটি শিশু প্যাঁচার ছানা দুটিকে ধাওয়া করে ধরে ফেলে। ওরা এখনও ভালোভাবে উড়তে শেখেনি।

তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শাহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ ক্যাম্পাস এলাকায় ও নরসুন্দা নদীর তীরের বনাঞ্চলে ওই ছানা দু’টিকে ছেড়ে দেওয়া হয়।

বিরল প্রজাতির প্যাঁচার ছানা দুটি অবমুক্ত করার সময় প্রভাষক ওসমান গণি, রতন মিয়া, আনোয়ার হোসেন, অমিত ঘোষ, শামীমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ২১৫১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১২

প্রতিবেদন : শাহ্ আলম ভূঁইয়া
সম্পাদনা : রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।