ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

প্রাণিকূলের আবাসস্থল সংরক্ষণে গুরুত্ব দিতে হবে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
প্রাণিকূলের আবাসস্থল সংরক্ষণে গুরুত্ব দিতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রাণিকূলের আবাসস্থল সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শনিবার (২৮ জানুয়ারি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সম্মেলনে সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ এবং বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির যৌথ উদ্যোগে ‘বায়োডাইভার্সিটি কনসারভেশন: বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ঢাবি উপাচার্য বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রাণিকূলের আবাসস্থল সংরক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। এই লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য গবেষকদের প্রায়োগিক গবেষণা পরিচালনা করতে হবে। জীববৈচিত্র্য সংরক্ষণে নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে এই সম্মেলন সহায়ক ভূমিকা পালন করবে।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, জীববৈচিত্র্য রক্ষা করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক দায়িত্ব। কনফারেন্স আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান রেলমন্ত্রী।

সম্মেলনে প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী, এসিআই অ্যাগ্রিবিজনেস-এর প্রেসিডেন্ট ড. এফ এইচ আনসারী, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবু, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. লোকমান হোসেন, সহ-সভাপতি ড. তপন কুমার দে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিয়ামুল নাসের বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা ফিরোজ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।