ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গরুর পালে ঢুকে লোকালয়ে হরিণ শাবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
গরুর পালে ঢুকে লোকালয়ে হরিণ শাবক

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় লোকালয় থেকে একটি মায়া হরিণের শাবক উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। গরুর পালের সঙ্গে লোকালয়ে চলে এলে একদল রাখাল হরিণ শাবকটিকে আটক করে বন বিভাগকে জানায়।

শনিবার (২৫ মার্চ) বিকেলে হরিণ শাবকটিকে উপজেলার কালেঙ্গা বনে অবমুক্ত করা হয়।

কালেঙ্গা রেঞ্জের বিট কর্মকর্তা মো. জুয়েল রানা বাংলানিউজকে জানান, আনুমানিক ১৫ দিন বয়সী হরিণ শাবকটি শনিবার দুপুরে গরুর পালের সঙ্গে বন বিট কার্যালয়ের পাশে চলে এলে রাখালরা রশি দিয়ে বেঁধে রাখে। তাদের হাত থেকে উদ্ধারের পর হরিণ শাবকটিকে কালেঙ্গা বনে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থলের আশপাশেই শাবকটির মায়ের অবস্থান রয়েছে। এটি যতক্ষণ তার মায়ের কাছে না যায় ততক্ষণ নজরদারিতে রাখা হবে, যাতে কোনো মানুষ বা অন্য কোনো হিংস্র প্রাণী শাবকটির ক্ষতি করতে না পারে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।