ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মোড়েলগঞ্জে বিরল প্রজাতির বন্যপ্রাণী আটক

মোড়েলগঞ্জ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১২
মোড়েলগঞ্জে বিরল প্রজাতির বন্যপ্রাণী আটক

মোড়েলগঞ্জ (বাগেরহাট): বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভার পুরাতন থানা রোড এলাকা থেকে শুক্রবার সকালে একটি বিরল প্রজাতির বন্যপ্রাণী আটক করা হয়েছে।

চা ও কলা বিক্রেতা হালিম হুজুরের দোকান থেকে এ বন্যপ্রাণীটি আটক করা হয়।



রাতের কোনো এক সময় প্রাণীটি ক্ষুধার তাড়নায় দোকানে ঢুকে এক কাঁদি কলা খেয়ে ফেলেছে, তছনছ করেছে দোকানের অন্যান্য মালপত্র।

সকালে দোকান খুলে বিশাল আকৃতির লেজ বিশিষ্ট প্রাণীটি দেখতে পান দোকানমালিক। পরে তিনি লোকজন নিয়ে প্রাণীটি আটক করেছেন।

স্থানীয় লোকজন জানান, এ ধরনের প্রাণী এর আগে তারা কখনো দেখেননি। প্রাণীটি দেখার জন্য শত শত উৎসুক জনতা ওই দোকানে ভিড় জমাচ্ছেন। কেউ কেউ বলছেন, এটি লাফা প্রাণী, কেউ বলছেন, এটি কাঠবিড়ালীর ভিন্ন একটি প্রজাতি।

বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।