ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

প্রতিবছর ১০০ মিলিয়ন হাঙর হত্যা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, মার্চ ৩, ২০১৩
প্রতিবছর ১০০ মিলিয়ন হাঙর হত্যা

ঢাকা: সম্প্রতি এক পরিসংখ্যানের পর বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রতিবছর প্রায় ১০০ মিলিয়ন হাঙর হত্যা করা হয় মাছ ধরার নাম করে।

তারা আশঙ্কা করছেন,  এই হার অব্যাহত থাকলে আগামী কয়েক দশকের মধ্যে বহু প্রজাতির হাঙর বিলুপ্ত হয়ে যাবে।

আর তাই, এখনই প্রয়োজন এদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হাতে নেওয়া।

জানা গেছে, বাণিজ্যিক কারণে ব্যাপক হারে হাঙর নিধন করা হয়। আন্তর্জাতিক বাজারে এর পাখনা অনেক বেশি দামে বিক্রি হয়।

এশিয়ার অনেক দেশে এর পাখনা রফতানি করা হয়, স্যুপ বানানোর জন্য। অনেকে চামড়ার জন্য আবার এদের শিকার করে থাকে। এছাড়া গবেষণার কাজেও হাঙর ব্যবহার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৩
সম্পাদনা: আবুল কালাম আজাদ, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।