গাজীপুর: গাজীপুরের টঙ্গী বাজার পাখির হাটে অভিযান চালিয়ে ১২ জন ক্রেতা-বিক্রেতাকে আটক করেছে র্যাব।
এ সময় বিলুপ্ত প্রায় বিভিন্ন প্রজাতির আড়াইশটি বিক্রি ও পালন নিষিদ্ধ পাখি উদ্ধার ও সংশ্লিষ্ট ১২ জনকে আটক করা হয়।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজার থেকে ওই ১২ জনকে আটক করে র্যাব।
আটকদের মধ্যে ৩ জনকে ৬ মাস করে কারাদণ্ড, বাকিদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা সাংবাদিকদের জানান, দেশের বিলুপ্ত প্রায় কয়েকটি প্রজাতির পাখি প্রতি রোববার টঙ্গীর পাখির হাটে ক্রয়-বিক্রয় হয়। এসব প্রজাতির পাখি ক্রয়-বিক্রয় এমনকি বাড়িতে পালন করাও নিষিদ্ধ।
এ ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যেই এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, এখন বন্য পাখিদের প্রজনন মৌসুম হওয়ায় বাচ্চা পাখিসহ অসংখ্য পাখি শিকার ও ক্রয়-বিক্রয় হচ্ছে। তাই, এখন থেকে মাঝে-মধ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে র্যাব ছাড়াও পরিবেশ ও বন অধিদপ্তরের কর্মকর্তারাও অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ২১,২০১৩
আরএ/সম্পাদনা: তানিম কবির, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর