ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে একদিন বয়সের কালো রঙের মেছো বাঘের দু’টি শাবক উদ্ধার করেছে বনবিভাগ।
বুধবার সকালে মধুডাঙ্গী গোপালপুর গ্রামের বোরো ধান ক্ষেত থেকে ওই শাবক দুটি আটক করে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সকালে হরিপুর উপজেলার মধুডাঙ্গী গোপালপুর গ্রামের কয়েকজন কৃষক বোরো ধান কাটতে যান। এ সময় একটি বাঘিনী দুটি শাবক মুখে নিয়ে ধান ক্ষেতে ঢোকে। বাঘটি লোকজন দেখে মুখের শাবক ফেলে দিয়ে দ্রুত পাশের ভুট্টা ক্ষেতে লুকিয়ে যায়।
এলাকাবাসী আব্দুল জলিল বাংলানিউজকে জানান, মা বাঘটি আশপাশের জঙ্গলে থাকতে পারে। এ নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে লোকজন।
ঠাকুরগাঁও বন বিভাগের ফরেস্টার সফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বাঘের শাবক দুটির বয়স একদিন। তবে, মা বাঘটিকে দেখা যাচ্ছে না। লোকালয় থেকে অনেক দূরে কোথাও চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। এতে আতঙ্কের কিছু নেই।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মে ২৯, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর