ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মঠবাড়িয়ায় অজগর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
মঠবাড়িয়ায় অজগর উদ্ধার

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নয় ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে স্থানীয়রা।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার বেতমোড় রাজপাড়া ইউনিয়নের ঘোপখালী এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়।

ঘোপখালী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিপন কুমার সিকদার বাংলানিউজকে জানান, দুপুরে গ্রামের একটি খালে মাছ ধরতে গিয়ে কচুরিপানার মধ্যে অজগরটিকে দেখতে পান জেলেরা। পরে সেটিকে উদ্ধার করে ঘোপখালী প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়।
 
উপজেলা বন কর্মকর্তা শামসুল কবীর বাংলানিউজকে জানান, অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।