ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বিনোদনের খোরাক ‘অতিথি’ হনুমান

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
বিনোদনের খোরাক ‘অতিথি’ হনুমান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে আগমন ঘটেছে কালো মুখ ও লম্বা লেজওয়ালা এক হনুমানের।

হনুমানটি একনজর দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত মানুষ হনুমানটি দেখতে আসছেন।

কেউ কলা-রুটি, কেউবা বিস্কুট ও ফলমূল খেতে দিচ্ছেন হনুমানকে। কিন্তু যতক্ষণ পর্যন্ত খাদ্যদাতা নিজেই ওই খাবার মুখে না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত খাবার ছুয়ে দেখে না হনুমানটি।

সৈয়দপুর শহরে কোথা থেকে আসা হনুমানটি রীতিমতো ‘অতিথি’ হয়ে বসেছেন। গত কদিন থেকে এটি হয়ে উঠেছে এলাকাবাসীর বিনোদনের অন্যতম খোরাক।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে হনুমানটি সৈয়দপুর-নীলফামারী সড়কের ওয়াপদা সংলগ্ন চৌধুরী বাড়ির গাছে অবস্থান করছিল।

সেখানে গিয়ে দেখা যায়, কিছু কিশোর হনুমানটিকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ছে। এ সময় অনেকটা মানুষের মতো দুই হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করছে হনুমানটি।

কিন্তু উৎসুক জনতার ভিড়ে কোথাও শান্তিতে স্থির থাকতে পারছে না হনুমানটি।

স্থানীয়দের দাবি, হনুমানটি ভারত থেকে দলছুট হয়ে সৈয়দপুরে চলে এসেছে। এটি প্রথমে বড়পুকুরিয়া কয়লাখনির আবাসিক কোয়াটারের ছাদে বিচরণ করতে দেখা যায়। পরে পার্বতীপুরের রামপুরা, জাকেরগঞ্জ, বেনিরহাট ও চাকলা বাজার পেরিয়ে সৈয়দপুর শহরে আসে।

স্থানীয় বাসিন্দা রাসিদুল ইসলাম বাংলানিউজকে জানান, হনুমানটি এখন বিনোদনের খোরাক হয়ে উঠেছে। এটিকে উদ্ধার না করা হলে লোকজনের অত্যাচারে মারা যেতে পারে।

এদিকে, রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ হনুমানটি ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।