ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নেত্রকোনায় মেছো বাঘ আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
নেত্রকোনায় মেছো বাঘ আটক নেত্রকোনায় মেছো বাঘ আটক-ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার বাংলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে ফাঁদ পেতে  একটি মেছো বাঘ আটক করেছে আব্দুল আহাদ নামে এক খামারি।

শনিবার (১১ মার্চ) দুপুরে ওই খামার থেকে প্রাণীটিকে উদ্ধার করে পুলিশ।

খামারি আব্দুল আহাদ বাংলানিউজকে জানান, গত কয়েক মাস ধরে তার খামারের হাঁস-মুরগি খোয়া যাচ্ছিলো।

পরে বিষয়টি নিয়ে তল্লাশি চালালে ওই খামারের আশেপাশে ও জঙ্গলের ভেতরে হাঁস-মুরগির লোম পাওয়া যায়। একপর্যায়ে শুক্রবার (১০ মার্চ) রাতে ফাঁদ পেতে মেছো বাঘটিকে বন্দি করা হয়।  

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বাংলানিউজকে জানান, বাঘটিকে বন অধিদপ্তরের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।