ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণে বাকৃবিতে সেমিনার

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণে বাকৃবিতে সেমিনার বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণে বাকৃবিতে সেমিনার

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হেকেপ প্রকল্পের অধীনে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগে এ সেমিনারের আয়োজন করা হয়।

হেকেপ প্রকল্পের অর্থায়নে দেশের ৩৩টি বিপন্ন প্রজাতির উদ্ভিদের ২৫টি প্রজাতি জিপিএস প্রযুক্তির মাধ্যমে সনাক্ত করা হয়েছে।

এদের মধ্যে ১২৩টি দুর্লভ প্রজাতির চারা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে আনা হয়েছে। এছাড়া ৬টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে।

ফসল উদ্ভিদ বিভাগের প্রধান অধ্যাপক ড. একেএম জাকির হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত, বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. এমএ সাত্তার মণ্ডল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক অধ্যাপক এসএম বুলবুল আহমেদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফসল উদ্ভিদ বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

প্রকল্পের প্রধান হিসেবে ছিলেন অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান।

এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান উপাচার্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।