ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নিলো কৃষ্ণসার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নিলো কৃষ্ণসার বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নেওয়া কৃষ্ণসার

গাজীপুর: গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এই প্রথম দক্ষিণ আফ্রিকার প্রাণী কমন ইল্যান্ড বা কৃষ্ণসার শাবকের জন্ম দিয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সাফারি পার্কের বণ্যপ্রাণী পরিদর্শক সারোয়ার হোসেন খান বিষয়টি জানান। কমন ইল্যান্ড হলো এন্টিলুপ প্রজাতির আফ্রিকান প্রাণী।

 

তিনি জানান, দক্ষিণ আফ্রিকা থেকে ২০১৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক জোড়া কমন ইল্যান্ড আনা হয়। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাফারি পার্কে একটি মাদী বাচ্চা প্রসব করে।  

জন্মের পর মা-বাচ্চা উভয়ই সুস্থ আছে। বাচ্চাটি স্বাভাবিকভাবে মায়ের দুধ পান করছে এবং বেষ্টনীর ভেতর দৌড়াদৌড়ি করছে। কমন ইল্যান্ড ঘাসের পাশাপাশি গাছের লতাপাতা ও বাকল খায়। এরা বর্ষার শেষে গর্ভধারণ করে, যার ব্যাপ্তি ৮ থেকে ৯ মাস। এ জাতের প্রাণী আফ্রিকার বিভিন্ন অঞ্চলে দেখা যায়। জন্ম দেওয়ার ৬-৭ দিন পর্যন্ত কমন ইল্যান্ড তাদের বাচ্চাকে লুকিয়ে রাখে।  

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।