ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বাঘায় গ্রন্থাগারের ভেতর মিললো বন বিড়ালের ছানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মে ১৯, ২০১৮
বাঘায় গ্রন্থাগারের ভেতর মিললো বন বিড়ালের ছানা বাঘায় উদ্ধারকরা বন বিড়াল/ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার একটি গ্রন্থাগারের ভেতর থেকে বন বিড়ালের ছানা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ মে) দুপুরে উপজেলার মীরগঞ্জ বাজার এলাকার 'ভাই-বোন' গ্রন্থাগারের ভেতর থেকে বন বিড়ালের এই ছানাটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ বাজারের রেজাউল হোসেনের ভাই-বোন নামের গ্রন্থাগারে ঢুকে পড়েছিল একটি বন বিড়ালের ছানা। এ সময় স্থানীয়রা বন বিড়ালের ছানাটি উদ্ধার করে।

পরে উপজেলা বন বিভাগের কর্মকর্তাকে জানানো হয়। কিন্তু বিকেল পর্যন্ত কোনো কর্মকর্তা সেখানে উপস্থিত হয়নি।  

বর্তমানে মীরগঞ্জের হেলালপুর গ্রামের দোয়েল হোসেনের আওতায় বন বিড়ালের ওই ছানাটি বেঁধে রাখা হয়েছে। উৎসুক লোকজন তা দেখতে ভিড় করছেন।

এদিকে, বাঘা উপজেলা বন কর্মকর্তা সুব্রত দাস বাংলানিউজকে বলেন, ছুটির দিনের জন্য অফিসে খোলা হয়নি। যারা বন বিড়াল ছানাটি উদ্ধার করেছে আপাতত তাদের হেফজতেই রয়েছে। তবে বন বিড়ালটি বেঁধে না রেখে বা পিটিয়ে না মেরে  নিরালায় বনাঞ্চলে ছেড়ে দিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা বন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ১৯, ২০১৮
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।