ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

লালপুরে মেছো বাঘের শাবক অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
লালপুরে মেছো বাঘের শাবক অবমুক্ত

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় মেছো বাঘের একটি শাবককে অবমুক্ত করা হয়েছে। 

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শাবকটিকে গ্রামের বনে ছেড়ে দেওয়া হয়।  

লালপুর উপজেলা পশু সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে উপজেলার নবীনগর গ্রামের গরীবুল্লাহ খানের খড়ি ঘরে বাড়ির লোকজন খড়ি আনতে গেলে সেখানে দুটি অচেনা প্রাণী দেখতে পেয়ে তারা ভয় পান।

এ সময় একটি বাচ্চা জঙ্গলে পালিয়ে যায়। আর একটি উদ্ধার করা হয়। পরে বিকেলে উদ্ধার হওয়া মেছো বাঘের শাবকটি ওই গ্রামের বনে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।