শনিবার (১৩ জুলাই ) বিকেলে নওগাঁ সদর উপজেলা থেকে তাকে আটক করা হয়। পাখি বিক্রেতা বেলাল নওগাঁ শহরের খাস নওগাঁ মহল্লার মিয়ার আলী খলিফার ছেলে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বাংলানিউজকে বলেন, দুপুরে বিবিসিএফ টিম এবং রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও বন্যপ্রাণী ক্রাইম কন্ট্রোল ইউনিট যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে উপজেলা পরিষদে এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে আর পাখি শিকার বা বিক্রির সঙ্গে জড়িত হবে মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এসময় একটি ভুবন চিলের বাচ্চা উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
জিপি