ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সড়কে ঝরলো মেছো বাঘের প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
সড়কে ঝরলো মেছো বাঘের প্রাণ

কুষ্টিয়া: খাবারের সন্ধ্যানে বা রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় প্রাণ হারিয়েছে একটি মেছো বাঘ। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের বিত্তিপাড়া এলাকার লালন তেল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।  

পরে স্থানীয়রা মেছো বাঘটিকে রাস্তার উপরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।

 

স্থানীয়রা জানায়, হয়তো খাবারের সন্ধ্যানে প্রায় বাঘের মতোই দেখতে একটা মেছো বাঘ রাতের কোনো এক সময় চলন্ত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মারা যায়।  

স্থানীয় ইউপি সদস্য মুক্তার হোসেন জানান, স্থানীয়রা মৃত মেছো বাঘটিকে নিয়ে উজানগ্রাম এলাকায় রেখেছে। প্রাণীটিকে দেখতে এলাকার সাধারণ মানুষরা ভিড় করছে।  

কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা সালেহ মো. শোয়াইব খান জানান, মরা প্রাণী নিয়ে আমাদের কোনো কাজ নেই। আপনারা স্থানীদের বলেন মাটি চাপা দিয়ে দিতে।  

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।