ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মোংলায় লোকালয় থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
মোংলায় লোকালয় থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত উদ্ধার করা অজগর। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বনরক্ষীরা।  

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে মোংলা উপজেলার জয়মনি এলাকা থেকে অজগরটি উদ্ধার করে বনরক্ষীরা।

পরে জয়মনির ঘোলের বিপরীতে শ্যালা নদী সংলগ্ন সুন্দরবনের অভ্যন্তরে অজগরটিকে অবমুক্ত করেন তারা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. এনামুল হক বলেন, জয়মনি এলাকায় একটি বাগানের মধ্যে ইলিয়াস নামে এক ব্যক্তি গাছের সঙ্গে একটি অজগর দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে বনরক্ষীরা জয়মনির ঘোল থেকে অজগরটিকে উদ্ধার করে। আমরা অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করেছি। নয় ফুট লম্বা অজগরটির ওজন ১০ কেজি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।