ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সিলেটে ২৪ ঘণ্টায় ৩টি অজগর উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
সিলেটে ২৪ ঘণ্টায় ৩টি অজগর উদ্ধার ...

সিলেট: সিলেট শহরতলীর মেজটিলা এলাকায় খাবারের সন্ধ্যানে লোকালয়ে চলে আসছে অজগর সাপ।

শুক্রবার (০৮ অক্টোবর) ২৪ ঘণ্টার ব্যবধানে ৩টি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

সকালে মেজরটিলা এলাকার রাবেয়া বেগমের বাড়িতে পোল্ট্রি মুরগির খামার থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (০৭ অক্টোবর) দিনগত রাতে সিলেট সদর উপজেলার মেজরটিলা সংলগ্ন আলুরতল এলাকার মন্নান মিয়ার বাড়ি থেকে একটি ও পাশ্ববর্তী বালুচর এলাকার শাহ আলম মেম্বারের বাড়ি থেকে আরেকটি অজগর সাপ উদ্ধার করা হয়।

পরিবেশ কর্মীদের সহায়তায় বন বিভাগের লোকজন অজগর সাপগুলো উদ্ধার করে নগরের উপকন্ঠ টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করেন।

এ বিষয়ে মেজটিলার সৈয়দপুর এলাকার বাসিন্দা রাবেয়া বেগম বলেন, এ নিয়ে তার বাড়ি থেকে গত এক সপ্তাহে ৩টি অজগর উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে তার দেবরের স্ত্রী তাদের মুরগির খামারে অজগর সাপটি দেখতে পান। পরে বন বিভাগে খবর দিলে তারা সাপটি উদ্ধার করে নিয়ে যান। সাপটি দু’টি মুরগি গিলে খেয়েছে।  

তিনি আরো বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে ৩টি এবং ছয় মাসে তার বাড়িতে মোট পাঁচটি অজগর সাপ ঢুকে পড়ে।

এ বিষয়ে পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মেজরটিলা, আলুরতল ও বালুচর এলাকা থেকে ৩টি অজগর উদ্ধার করা হয়েছে। এগুলো টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, জায়গাটি আগে পাহাড়ি এলাকা ছিল। মানুষের বসতি গড়ে ওঠার কারণে বন্যপ্রাণীর খাবারের উৎস নষ্ট হয়ে যাচ্ছে। আর তাই সাপগুলো খাবারের সন্ধানে লোকালয়ে আসছে।

সিলেট বন বিভাগের বনরক্ষী মাসুদ করিম বলেন, অজগর সাধারণত মানুষের কোনো ক্ষতি করে না। খাবারের সন্ধানেই বন ছেড়ে লোকালয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।