ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মাদারীপুরে গন্ধগোকুল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
মাদারীপুরে গন্ধগোকুল উদ্ধার

মাদারীপুর: মাদারীপুরে একটি গন্ধগোকুল উদ্ধার করেছেন স্থানীয়রা। শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় প্রাণীটি উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বালিগ্রামে বিরল প্রজাতির এ প্রাণীটি দেখে উদ্ধার করেন এলাকাবাসী। প্রাণীটি দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক জনতা। জেলা ও উপজেলার বন বিভাগকে বিষয়টি জানালেও তারা এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়টি। তাই বাধ্য হয়ে স্থানীয় লোকজন জেলা প্রশাসনকে বিষয়টি জানান। পরে জেলা প্রশাসন বিভাগীয় ফরিদপুর আঞ্চলিক বন অফিসকে জানালে তারা সেটি উদ্ধার করে অবমুক্ত করার আশ্বাস দেন। তবে এখনো প্রাণীটি স্থানীয়দের জিম্মায়ই আছে।  

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, এর আগে এমন প্রাণী কখনই দেখেননি তারা। গত দুইদিন ধরে প্রাণিটিকে বিভিন্ন খাবার খাওয়ানোর চেষ্টা করছেন স্থানীয় যুবকরা।  

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ডাসার এলাকায় বিরল প্রজাতির একটি প্রাণী পাওয়া গেছে। যথাযথ ব্যবস্থা নিতে এরই মধ্যে বিভাগীয় বন কর্মকর্তাকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।