নেত্রকোনা : নেত্রকোনার আটপাড়া উপজেলার গোপালপুর গ্রামবাসী মঙ্গলবার দুপুরে একটি অচেনা প্রাণীকে পিটিয়ে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে।
গোপালপুর গ্রামবাসীর কেউই এই প্রাণীটির নাম বলতে পারেনি।
গোপালপুর গ্রামের মনু মিয়া জানান, দুপুরে তার বাড়ির একটি ঘরের বারান্দায় বাঘের মতো দেখতে তিনটি প্রাণী দেখে ভয়ে চিৎকার করেন। তার চিৎকার শুনে লাঠিসোঁটা নিয়ে গ্রামের লোকজন একটিকে পিটিয়ে হত্যা করে। এ সময় অপর দু’টি পাশের জঙ্গলে চলে যায়। এলাকার জঙ্গলগুলোতে গ্রামবাসী বাকি দু’টির খোঁজ করে পায়নি।
নেত্রকোনা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা যুবায়েদ হোসেন জানান, আটপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান সন্ধ্যা পর্যন্ত গোপালপুরে প্রাণী হত্যার ঘটনাটি জানেন না বলে জানিয়েছেন।
মোহনগঞ্জ বনবিভাগের কর্মকর্তা আনিছুর রহমান জানান, একই উপজেলার মিয়াশি গ্রামে তিনটি প্রাণীকে ২৪ ফেব্রূয়ারি গ্রামবাসী পিটিয়ে মারার কথা জানিয়েছেন।
তিনি জানান, নিহত এই প্রাণীগুলোকে আঞ্চলিক ভাষায় ‘বাঘডাস’ বলা হয়।
এলাকাবাসী জানান, মিয়াশি ও গোপালপুর গ্রামের প্রাণীগুলো দেখতে একই রকম।
বাংলাদেশ সময় : ১০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২