ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো ২টি ‘বাদুড়’ মাছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো ২টি ‘বাদুড়’ মাছ

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জাকির প্যাদা নামে এক জেলের জালে ধরা পড়েছে দুটি বাদুড় মাছ (জায়ান্ট ওসেনিক মান্টা রে ফিস)।

সোমবার (২৫ জুলাই) দুপুরে মহিপুরের তিমন ফিস মৎস্য আড়তে মাছ দুটি নিয়ে আসে জাকির প্যাদা নামের ওই জেলে।

 

পরে মাছ দুটি হানিফ পল্লান নামে এক জেলে কিনে নিয়ে যান। অনেকটা বাদুড়ের মতো দেখতে হলেও এ মাছের মূল নাম লম্বা লেজী পাপড়ি। এর বৈজ্ঞানিক নাম রিহপনোপেটরা জাভানিকা।

এ মাছের দৈর্ঘ্য ১ ফুট ও প্রস্থ ১ ফুট হলেও এর প্রায় ২ ফুট লম্বা একটি লেজ রয়েছে।

স্থানীয় জেলেরা জানায়, মাছ দুটির ওজন ২০ কেজি, এ মাছ সচরাচর দেখা যায়। গতকাল দুপুরে মাছ দুটি বঙ্গোপসাগরের চর বিজয় সংলগ্ন সাগরে জাকির প্যাদার জালে ধরা পড়ে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছ ধরা ও বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ মাছ ধরার বিষয়ে আমরা জেলেদের বেশ কয়েকবার সচেতন করেছি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।