ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন নেপোলিয়ন বোনাপার্ট ইতালির সম্রাট হন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, মে ২৬, ২০২৩
ইতিহাসের এই দিন নেপোলিয়ন বোনাপার্ট ইতালির সম্রাট হন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এইদিন’।

২৬ মে ২০২৩, শুক্রবার। ১২ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৮০৫- নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের সম্রাট হন।
১৮৬৫- আমেরিকার গৃহযুদ্ধের অবসান।
১৮৭০- দিনেসিসিলির এটনা আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু।
১৮৮১- ফ্রান্স তিউনিসিয়াকে করায়ত্ত করে এবং নিজ নিয়ন্ত্রণে নিয়ে আসে।
১৮৯৭- আইরিশ লেখক ব্রাম স্টকারের বিখ্যাত উপন্যাস ‘ড্রাকুলা’ প্রকাশিত হয়।
১৯১৩- এমিলি ডানকান ব্রিটেনের প্রথম নারী ম্যাজিস্ট্রেট হন।
১৯৪৮- দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসে।
১৯৬৯- অ্যাপোলো-১০ নভোযানটি আট দিনের সফল ভ্রমণ শেষ করে পৃথিবীতে অবতরণ করে।
১৯৭২- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন অ্যান্টি ব্যালস্টিক মিসাইল চুক্তিতে স্বাক্ষর করে।
১৯৭২- বাংলাদেশকে হাইতির স্বীকৃতি।
১৯৮১- পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে।
১৯৮৬- বাংলাদেশের বরিশালে লঞ্চডুবিতে ২৩০ জনের মৃত্যু।
১৯৯১- থাইল্যান্ডে অস্ট্রীয় প্লেন বিধ্বস্ত হয়ে ২২৩ জনের মৃত্যু।
১৯৯৪- নোবেলজয়ী সাহিত্যিক আলেক্সান্দর সলজেনিৎসিন ২০ বছরের নির্বাসন কাটিয়ে নিজ মাতৃভূমি রাশিয়াতে প্রত্যাবর্তন করেন।
১৯৯৯- কাশ্মীরের কারগিল সেক্টরে পাকিস্তান-ভারত যুদ্ধ শুরু।

জন্ম
১৭০৩- ইংরেজ দিনলিপিকার স্যামুয়েল।
১৭৯৯- রুশ সাহিত্যের অমর কবি ও ঔপন্যাসিক আলেক্সান্দর পুশকিন।
তার পুরো নাম আলেক্সান্দর সেরগেইয়েভিচ পুশকিন। তিনি ছিলেন একজন রোমান্টিক ধাঁচের কবি। অনেকেই তাকে রাশিয়ার সর্বশ্রেষ্ঠ কবি এবং আধুনিক রুশ সাহিত্যের জনক হিসেবে আখ্যায়িত করেন। পুশকিন সর্বপ্রথম তার কবিতা এবং নাটকে ভার্নাকুলার বাচনভঙ্গি ব্যবহার শুরু করেন। তিনি ইতিহাসভিত্তিক লেখাও লিখেছিলেন। তার ‘Marie: A Story of Russian Love’-এ কার্থেরেইনের শাসনামলে রাশিয়া সম্পর্কে একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে।

১৯০০- চেক লেখক ভিতেস্লাভ নেজভাল।
১৯০৯- স্কটিশ ফুটবল খেলোয়াড় স্যার আলেক্সান্দর ম্যাথিউ বাজবি।
১৯৫৮- বাংলাদেশি সহিত্যিক মঈনুল আহসান সাবের।

কবি আহসান হাবীব তার বাবা। ১৯৫৮ সালের ২৬ মে ঢাকায় জন্ম। উল্লেখযোগ্য গ্রন্থ- পরাস্ত সহিস (১৯৮২), অরক্ষিত জনপদ (১৯৮৩), স্বপ্নযাত্রা (১৯৮৪), আগমন সংবাদ (১৯৮৪), অপেক্ষা (১৯৯২), দুপুর বেলা (১৯৯৫), উপন্যাসসমগ্র (২০০১), কিশোর সমগ্র (২০০৩), ১৬ ডিসেম্বর ১৯৭১ (২০০৩) প্রভৃতি।
১৯৬০- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি’র সাবেক প্রধান নির্বাহী হারুন লরগাত।

মৃত্যু
১৯০৮- বিখ্যাত ভারতীয় মুসলিম নেতা মির্জা গোলাম আহমদ।
১৯৭৬- জার্মান দার্শনিক মার্টিন হাইডেগার।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।