ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ভোর থেকে বৃষ্টি আর ভোগান্তি

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
ভোর থেকে বৃষ্টি আর ভোগান্তি

ঢাকা: বুধবার (৬ ডিসেম্বর) থেকেই রাজধানীসহ সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ভোর থেকে বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারছেন না অনেকেই।

তবে নিম্ন আয়ের মানুষেরা বৃষ্টি মাথায় করেই ছুটে বেড়াচ্ছেন তাদের গন্তব্যে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল থেকেই রূপগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে ছবি তুলেছেন বাংলানিউজের ফটো করেসপন্ডেন্ট শাকিল আহমেদ।  

১, বৃষ্টি মাথায় রেখে স্কুলে বার্ষিক পরীক্ষা দিতে ছুটে যাচ্ছেন শিক্ষার্থীরা।

২, ভোর থেকে বৃষ্টি হওয়ায় ছাতা মাথায় নিয়ে গন্তব্যে যাচ্ছেন গার্মেন্টসকর্মীরা।

৩, শরীরের ঠাণ্ডা লাগায় মায়ের ওড়না পেঁচিয়ে দাঁড়িয়ে আছে এক কোমলমতি শিশু।



৪, ছাতা না থাকায় বৃষ্টির মধ্যে মাথায় পলিথিন পেচিয়ে বাড়ি ফিরছেন দুইজন কর্মজীবী মানুষ।

৫, বৃষ্টির কারণে নিরাপদ আশ্রয়ে শুয়ে আছে কয়েকটি কুকুর।

৬, ঝুঁকি মাথায় রেখেও বৃষ্টির মধ্যে নৌকা বোঝাই করে নদী পার হচ্ছেন গার্মেন্টসকর্মীরা।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।