ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ছবিতে রাজধানীতে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ-পরিচ্ছন্নতা

রাজীন চৌধুরী, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
ছবিতে রাজধানীতে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ-পরিচ্ছন্নতা ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা। ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: কারও হাতে ছিল ঝাড়ু, কারও কোদাল, আবার কেউ কেউ নেমেছেন দীর্ঘ দিন জমে থাকা হাঁটু সমান ময়লা পানিতে। প্রথম দেখায় মনে হবে না তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

নিজেদের মধ্যে চেনাজানাও নেই অনেকের। তারপরও কাঁধে কাঁধ মিলিয়ে নিজেরাই পরিষ্কার করেছেন ময়লা-আবর্জনা।

বুধবার (৭ আগস্ট) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় চলে শিক্ষার্থীদের এই কর্মসূচি। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থাপনার দেয়াল লিখনও মুছে দেন তারা। শহর ঘুরে দেখা যায়, আন্দোলন চলাকালে সড়কে পড়ে থাকা আবর্জনা দলবেঁধে পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি যেসব সড়কে ট্রাফিক পুলিশ নেই, সেখানে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে দায়িত্ব পালন করছেন তারা। যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করতে দেখা যায় তাদের।  

বিভিন্ন স্ট্যান্ড এলাকায় পড়ে থাকা ট্রাক, বাস, প্রাইভেটকার, পিকআপ, মোটরসাইকেলসহ কয়েক দিনের অপসারণ না হওয়া ময়লা পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা। সরকারি ভবনগুলোও তারা পরিষ্কার করেছেন। তাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এগিয়ে এসেছেন স্থানীয়রাও। সহযোগিতা করছেন খাবারসহ বিভিন্ন উপকরণ দিয়ে, করেছেন প্রশংসাও।

সংসদ ভবনে আলো নেই। কিন্তু আলোকবর্তিকা হয়ে বাইরের প্রাঙ্গণ পরিচ্ছন্ন করেছেন শিক্ষার্থীরা।


রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংসদ ভবনের পাহারায় শিক্ষার্থীরা।

ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে নিয়োজিত বিজয়ী তরুণরা।


প্রতিটি যানবাহনের দিকে নজর রাখছেন তারা।


যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে প্রস্তুত শিক্ষার্থীরা।


পালা করে ট্রাফিক নিয়ন্ত্রকের ভূমিকায় আন্দোলনে জয়ীরা।

চলছে তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

অরক্ষিত সংসদ ভবন পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা।


ওদের হাতের ছোঁয়ায় মুছে যাবে সব জঞ্জাল।

 পরিচ্ছন্নতার কাজে দলবেঁধে বিজয়ী শিক্ষার্থীরা

হেলমেট ছাড়া বাইক চালানো কতটা ঝুঁকিপূর্ণ তা চালকদের বোঝাচ্ছেন ওরা।

গত সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে বিভিন্ন থানা থেকে পুলিশ সদস্যরা চলে গেছেন। রাস্তায়ও ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতেও দেখা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।