ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

অ্যান্ড্রোমিডা ছায়াপথের সবচেয়ে বড় ও ঝকঝকে ছবি

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
অ্যান্ড্রোমিডা ছায়াপথের সবচেয়ে বড় ও ঝকঝকে ছবি

ঢাকা: পাওয়া গেল পৃথিবী থেকে ৭৮০ কিলোপারসেক দূরে অবস্থিত অ্যান্ড্রোমিডা ছায়াপথের এসময়কালের সবচেয়ে বড় ও পরিষ্কার ছবি। ১.৫ মিলিয়ন পিক্সেলের এই ছবিটি পুরো দেখতে হলে আপনাকে বসে পড়তে হবে ৬০০ এইচডি স্ক্রিনের টেলিভিশন সেটের সামনে।




নাসার হাবল স্পেস টেলিস্কোপ দিয়ে তোলা হয়েছে অ্যান্ড্রোমিডা ছায়াপথের সর্বকালের সেরা এই ছবিটি। পৃথিবী থেকে ২.৫ মিলিয়ন আলোকবর্ষ দূরে এর অবস্থান।

অ্যান্ড্রোমিডা ছায়াপথ
মূলত প্যানক্রোমেটিক হাবল অ্যান্ড্রোমিডা ট্রেজারি প্রোগ্রামের অংশবিশেষ হিসেবে এই বিশাল দৈর্ঘ্যের ছবিটি তোলা হয়েছে। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য অ্যান্ড্রোমিডা ছায়াপথের ওপর তারকা কেন্দ্রবিন্যাস স্থল, অর্থাৎ এম৩১ চিহ্নিতকরণ।

তাই ছবিটি তুলতে ব্যবহার করা হয়েছে ছয়টি ভিন্নমাত্রিক ফিল্টার। যার ফলে দেখা গেছে ছায়াপথের অতিবেগুনি রশ্মি ও ঢেউরেখা।

অত্যাধুনিক এ ক্যামেরায় ধরা পড়েছে মহাকাশের ৪০ হাজার শতবর্ষ দূরের তারকারাজিও।

বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।