ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ক্যাঙারু-কুকুরছানার অন্যরকম দোস্তি! (ভিডিও)

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
ক্যাঙারু-কুকুরছানার অন্যরকম দোস্তি! (ভিডিও)

ঢাকা: মানুষের মতো প্রাণীদের মধ্যেও রয়েছে বন্ধুত্বের অটুট বন্ধন। তাই বুঝি সখ্যতা কুকুর আর ক্যাঙারুটির।

প্রাণপ্রিয় দুই বন্ধু মিলে দৌড়ে বেড়াচ্ছে ফার্মের মাঠে।

ক্যাঙারু আর কুকুরছানার আদরমাখা মুহূর্ত। অপরূপ এ মুহূর্তটি ধারণ করতে ভোলেননি ক্যামেরাম্যান। অসাধারণ কিছু ছবির সঙ্গে ভিডিও ফুটেজও প্রকাশ করেছেন সামাজিক কয়েকটি যোগাযোগ মাধ্যমে।


আদরে আটখানা দুই বন্ধু। চার মাস বয়সী আইরিস কুকুরটির নাম কেভা। এক বছর বয়সী ক্যাঙারুর নাম লাভ বাগ।


ভিন্ন দুই শ্রেণীর এই দুই বন্ধু ফার্মের মাঠে ব্যস্ত ছিল মমতার খুনসুঁটিতে। লাভ বাগ নামের মেয়ে ক্যাঙারু শাবকটি খেলছিল ছোট্ট কুকুরছানার মাথা আর কান নিয়ে।


এক পর্যায়ে তাদের মধ্যে লেগে যায় ধস্তাধস্তি। বয়সে বড় বলে বুঝি শক্তিও বেশি ছিল লাভ বাগের। তাই সে জিতে গেল যুদ্ধে।


কিন্তু তাই বলে কেভা দমে যাওয়ার পাত্র নয়। সেও ধাওয়া করলো লাভ বাগকে। দৌড়োতে দৌড়োতে তারা পৌঁছালো ঘোড়ার কাছে। যেখানে ঘোড়ারা ভোজন করছিল মহা আয়েশে।



বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।