ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

নিজেই বানান ভ্যালেন্টাইন পিলো

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
নিজেই বানান ভ্যালেন্টাইন পিলো

ঢাকা: ভ্যালেন্টাইন ডে সামনে রেখে চলছে নানা প্রস্তুতি। ভালোবাসার এ দিনটিতে নিজেকে পরিপাটি করে সাজিয়ে তুলতে চায় সবাই।



শুধু নিজেকে আর প্রিয় মানুষটিকেই নয়, এদিনে ঘরের পরিবেশকেও নান্দনিক করতে মোমবাতি, ফুল আর বেলুন তো চাইই চাই! তবে পছন্দের বেডশিট বা সোফার সঙ্গে মিলিয়ে যদি নানা রঙের পিলো রাখা যায়, তাহলে ঘরের সৌন্দর্য অনেকখানিই পাল্টে যাবে।

না, নান্দনিক পিলো বানাতে আপনাকে দর্জির বাড়ি ছুটতে হবে না। ঘরে বসে নিজেই বানাতে পারেন এগুলো। বানিয়ে প্রিয়জনকে উপহারও দিতে পারেন। তবে চলুন উপায়টা জেনে নিই।

যা যা লাগবে

দুই ইঞ্চি পুরু ফোম, প্রয়োজন মতো ছাপা কাপড়, পছন্দসই লেইস, লাল কাপড়, নো স্টিচ গাম, পেন্সিল ও মোটা কাগজ।

কিভাবে বানাবেন

প্রথমে কাগজে পছন্দসই মাপে হার্টশেপ এঁকে নিন। তারপর কাগজটি ফোমের উপর রেখে ওই আকারে ফোম কেটে নিন।


এবার ফোমটি ছাপা কাপড়ের উপর রেখে দুই ইঞ্চি বাড়তি রেখে কাপড়টিকে কাটুন। নো স্টিচ গাম দিয়ে কাপড়টি ফোমের সঙ্গে জোড়া লাগান।


এবার ফোমটির অপর পাশে লাল কাপড়টি হার্টশেপে কেটে লাগান। এক্ষেত্রে সেলাই করে নিতে পারেন।


এবার লাল কাপড়ে নকশা কেটে ফোমের উপর লাগাতে পারেন।


সবশেষে কুশনের চারপাশে লেস লাগিয়ে নিন।


ব্যস, হয়ে গেল আপনার ভ্যালেন্টাইন ডেকোরেটিভ কুশন। শুধু হার্টশেপেই নয়, একইভাবে আপনি বানাতে পারেন আপনার ইচ্ছেমতো পছন্দের যেকোনো শেপের পিলো।  

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।