ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বিশ্বখ্যাত ব্যতিক্রমধর্মী সিনেমা হল-১

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
বিশ্বখ্যাত ব্যতিক্রমধর্মী সিনেমা হল-১

ঢাকা: নতুন কোনো সিনেমা মুক্তি পেলেই মানুষের ঢল নামে সিনেমা হলে। বড় পর্দায় ছবি দেখার আকাঙ্ক্ষা পূরণ করতে তাই সবাই ছোটেন প্রেক্ষাগৃহে।

এক্ষেত্রে নগরীর বিশেষ প্রেক্ষাগৃহকেই বেছে নেন তারা। সাজানো গোছানো ছিমছাম পরিবেশে মুখে পপকর্ন পুরতে পুরতে সিনেমা দেখার মজাই আলাদা।

সারা বিশ্বজুড়ে রয়েছে এমন কিছু প্রেক্ষাগৃহ বা সিনেমা হল যা শুধু নান্দনিকতায়ই নয়, ভিন্নমাত্রারও। চলুন সোখান থেকে দেখে নিই সাতটি সিনেমা হল।


ডিজনি ভক্তদের জন্য স্বপ্নীল করে গড়ে তোলা সিনেমা হলটির নাম ‘স্কাই-ফাই ডাইন- ইন থিয়েটার’। এখানে বসে সিনেমা দেখার সময় আপনার মনে হবে দুর্গের বাইরে হেড লাইট জ্বলা গাড়িতে বসে দেখছেন রূপকথার কল্পকাহিনী।


আচ্ছা ভাবুনতো সিনেমা হলেও যদি বাড়ির মতো বিছানায় গা এলিয়ে দিয়ে সিনেমা দেখার সুযোগ থাকে তাহলে কেমন হয়! ঠিক এমনই একটি সিনেমা হল রয়েছে গ্রিসে। “অলিম্পিয়া থিয়েটার” নামের এই প্রেক্ষাগৃহে ডিম লাইটের আলোয় বিছানায় শুয়ে সিনেমা দেখার সুযোগ আছে।

লাল সোফার সারি আর পাশের টেবিলে রাখা ল্যাম্পসেডের এই প্রেক্ষাগৃহটি অবস্থিত নটিং হিলে। যার নাম ইলেকট্রিক সিনেমা।

বেশ রাজকীয়ভাবেই সাজানো হয়েছে অকল্যান্ডের প্যারামাউন্ট থিয়েটারটি। দু’পাশে বসার জায়গার মাঝে রয়েছে জমকালো কার্পেট বিছানো সিড়ি।


আলোকিত সোনালি কারুকাজপূর্ণ সিনেমাহলটির নাম ‘দ্য ফক্স’।

লন্ডনে রয়েছে এক বিশেষ সিনেমা হল, যেখানে আপনি হালকা গরম জলে গা ডুবিয়ে উপভোগ করতে পারবেন পছন্দসই সিনেমাটি। আর তাই বুঝি এই প্রেক্ষাগৃহের নাম ‘হট টিউব সিনেমা’।

ভাবুনতো! পানিতে নৌকা ভাসছে। আর আপনি সেই নৌকায় বসে বিশাল পর্দায় দেখছেন সিনেমা। স্বপ্ন নয়, প্যারিসেই রয়েছে এমন একটি থিয়েটার।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।