ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বানর মায়ের আদরে পাঁচ কুকুরছানা!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
বানর মায়ের আদরে পাঁচ কুকুরছানা!

ঢাকা: বন্যপ্রাণিদের মধ্যে বানর ভীষণ চালাক বলেই আমরা জানি। দুষ্টু এ প্রানীটি কখনও অন্যদের বোকা বানাচ্ছে, আবার কখনও করছে অবিরাম লম্ফ-ঝম্প।

তবে আজকের গল্পটা একটু ভিন্ন।

ইউটিউবে সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে। যা দেখে বানর সম্পর্কে গতানুগতিক ধারণা বদলে যেতেও পারে। কেননা, যেখানে বানর সবসময় দুষ্ট‍ুমির চূড়ান্ত প্রতীক, সেখানে ভিডিওটিতে তাকে দেখা যাবে মমতাময়ী মায়ের রূপে। তাও আবার নিজের সন্তানের মা তা কিন্তু নয়!

তবে খুলেই বলি। ভিডিওতে দেখা যাচ্ছে, সোনালি রঙের একটি বানর পাঁচটি কুকুরছানাকে পরম মমতায় আগলে রেখেছে। আধাশোয়া হয়ে বানরটি কুকুরছানাদের গায়ে আদুরে ভঙ্গিতে হাত বুলিয়ে যাচ্ছে। যেন ভাতঘুমের ঠিক আগ মুহূর্ত।

এদের মধ্যে দু’টো কুকুর ধবধবে সাদা আর বাকি তিনটি সাদা-কালোর সংমিশ্রণ। এক পর্যায়ে বানরটি সবথেকে ডানের কুকুরছানাটির গায়ে হাত বুলিয়ে আদুরে চুমু খেল। কুকুরছানাটিও মাথা নুইয়ে আদর নিচ্ছে।

তবে এর মধ্যে আদরে ছেদ ফেললো ধবধবে সাদা কুকুরছানাটি। সে কোলের ভেতর থেকে বের হয়ে যেন বানর মাকে বললো, আমারও আদর চাই!

মা বলে বলে কথা! ঝটপট স্নেহভরা চোখে তার অব্যক্ত আবদার শুনে গায়ে হাত বুলিয়ে দিলো।

মায়ের আদর কি আর লিখে বোঝানো যায়! বরং ভিডিওতেই দেখে নিন।


বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।