ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

চরম গরমে আরামের জলকেলি

কাশেম হারুন, ডেপুটি চিফ অব ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, মে ৬, ২০১৫
চরম গরমে আরামের জলকেলি ছবি: কাশেম হারুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিদায় লগ্নে বৈশাখ। আসছে মধুমাস জৈষ্ঠ্য।

ক’দিন বাদেই পাকবে আম-কাঁঠালসহ গ্রীষ্মের রসালো সব ফল। প্রচণ্ড তাপদাহ বোধহয় দিচ্ছে তারই আভাস। সেইসঙ্গে নাভিশ্বাস উঠেছে জনজীবনে।

বাইরে কাঠফাটা পুড়িয়ে দেওয়া রোদে ঝলছে যাচ্ছে শরীর। রাজধানীর উপর দিয়ে মঙ্গলবার (০৫ মে) বয়ে গেছে ৪১ ডিগ্রি তাপমাত্রা। বাতাসের আর্দ্রতাও ছিলো কম। তীব্র গরম থেকে বাঁচতে শিশু-কিশোরদের কাছে কোনো বাধাই যেন আজ বাধা নয়।

গরমে অতিষ্ঠ হয়ে একটু প্রশান্তি পেতে রাজধানীর চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেকে মধ্যদুপুরে জলকেলিতে মেতে উঠতে দেখা গেলো একদল শিশু-কিশোরকে।

পুকুরে পানি কম থাকায় গ্রীষ্মের দুপুরে গ্রামে ছোট-বড় সবাই মিলে নদীতে যায় গোসল করতে। কিন্তু রাজধানীতে এ সুযোগ নেই বললেই চলে। অনেকটা ‘দুধের স্বাদ ঘোলে মেটানো’র মতো লেকই তাই যেন হয়ে উঠলো নদী।

শুধু পথশিশু নয়, স্কুল শেষে ব্যাগ রেখে বন্ধুদের নিয়েও কাউকে কাউকে দেখা গেলো পানিতে ঝাঁপ দিতে। গরম তো আর মা-বাবার শাসন মানে না!

তীব্র এ তাপমাত্রা এসব শিশুদের গরম নিবারণের পাশাপাশি হয়ে উঠেছে যেন জলকেলির আনন্দের উপলক্ষও।


বাংলাদেশ সময়: ০৬৩৪ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।