ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইট-কাঠের শহরেও ধান মাড়াইয়ের আনন্দ

কাশেম হারুন, ডেপুটি চিফ অব ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, মে ৭, ২০১৫
ইট-কাঠের শহরেও ধান মাড়াইয়ের আনন্দ ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারী-পুরুষ ব্যস্ততা সবার। মিলেমিশে কাজ করছেন, সবাই সমান।

ইট-কাঠের শহরে এমন ব্যস্ততার চিত্র গ্রাম-বাংলাকে মনে করিয়ে দিলেও এটি আসলে ঢাকারই চিত্র।

বুধবার (০৬ মে) রাজধানীর মানিকদি এলাকায় দেখা যায় এমনই কর্মযজ্ঞ।

দেশব্যাপী এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সবকিছু অনুকূলে থাকায় গত বছরের মতো এবারও আবাদ ছাড়িয়ে গেছে লক্ষ্যমাত্রা। সম্ভাবনা রয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়‍ানোর। এ বাম্পার ফলনের আওতা থেকে বাদ যায়নি ঢাকাও।

এখানে নারী-পুরুষ নির্বিশেষে ধান কেটেছেন। এবার ধান মাড়াই করার পালা। তবে বদলেছে মাড়াই পদ্ধতি। কাটা ধান একত্র করে ড্রামের মধ্যে বাড়ি দিচ্ছেন, এতে ঝরে পড়ছে ধান।

নারীরা আবার সে ধান কুলা দিয়ে ঝেড়ে নিচ্ছেন। এরপর রোদে দিচ্ছেন শুকাতে।

বোরো ধান বা বাসন্তিক ধান বাংলাদেশের ধানের একটি জাত। হাওর বা বাঁওড় শব্দ থেকে বোরো শব্দের উৎপত্তি। বোরো ধানগুলো এককালে আমাদের দেশে হাওর ও বাঁওড় এলাকায় চাষ হতো। বর্তমানে সেচের বিস্তার হওয়ায় অন্যান্য উঁচু জমিতেও এর চাষ হচ্ছে।

উৎপাদনের সময়ের ওপর নির্ভর করে ধানের প্রধান যে তিনটি শ্রেণিভেদ করা হয়, বোরো তাদের অন্যতম। বোরোর মৌসুম শুরু হয় আমনের মৌসুম শেষ হবার পরে। ধান রোপণ শুরু হয় বাংলা কার্তিক (অক্টোবর-নভেম্বর) মাস থেকে এবং ধান কাটা হয় বাংলা বৈশাখ (এপ্রিল-মে) মাসে।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, মে ০৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।