ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

লাগেজে ভরে শিশু পাচার!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মে ৮, ২০১৫
লাগেজে ভরে শিশু পাচার! ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বজুড়ে শিশু পাচার নতুন কিছু নয়। প্রতিবছর লাখো শিশু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিনব কায়দায় পাচার হয়ে থাকে।

  

এবারের ঘটনা স্পেনে। সম্প্রতি দেশটির সুয়েটা সীমান্তে লাগেজের ভেতর আট বছরের এক বালককে আবিষ্কার করেন নিরাপত্তাকর্মীরা। অবৈধভাবে লুকিয়ে তাকে সীমান্ত পার করা হচ্ছিল। লাগেজ স্ক্যানারে ধরা পড়লে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে স্প্যানিশ সিভিল গার্ডের এক মুখপাত্র বলেন, আর সবার মতো তার জীবনও অতি করুণভাবে শেষ হতো। বালকটি আমাদের জানিয়েছে, তার নাম আবু।

খুব সম্ভব পাচারকারীরা মরোক্কো হয়ে ইউরোপ ঢোকার পরিকল্পনা করেছিল বলে জানান তিনি।

অন্যদিকে, সুয়েটা সীমান্তে বছর ঊনিশের এক নারীকে অস্বাভাবিকভাবে ঘোরাঘুরি করতে দেখে নিরাপত্তাকর্মীদের সন্দেহ হয়।

তাদের ধারণা, লাগেজে লুকিয়ে ছেলেটিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন ওই নারী।

তবে পাচারের বিষয়টি অস্বীকার করেছেন অজ্ঞাত পরিচয় এ নারী। তার দাবি, আবু তার ছেলে এবং তিনি তার বাচ্চার জন্য অপেক্ষা করছিলেন।

কিন্তু লাগেজে লুকিয়ে সন্তানকে নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এ পথ দিয়ে গেল বছর সাত হাজার ৮শ’ ৪০ জন অবৈধভাবে সীমান্ত পারাপারের রেকর্ড রয়েছে।
সূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মে ০৮, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।