ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

প্রাণিজগতের ভালোবাসা

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, মে ১১, ২০১৫
প্রাণিজগতের ভালোবাসা

ঢাকা: ভালোবাসা শব্দটাই মধুর। ভালোবাসার অনুরণন ছড়িয়ে রয়েছে পুরো পৃথিবীব্যাপী।

প্রাণিজগতের প্রতিটি স্তরেও ছড়িয়ে রয়েছে ভালোবাসা।

ছবি কথা বলে। প্রকৃতির সংসার থেকে নেওয়া এসব অসাধারণ মুহূর্তের ছবিগুলোও তাই জানান দিচ্ছে সেই ভালোবাসার কথা।

প্রাণীরা জুটি বেঁধে থাকতে ভালোবাসে। তাদের মাঝেও রয়েছে অপার প্রেম-ভালোবাসা। সেইসব মধুর সম্পর্কের এক ঝলক দেখে নেওয়া যাক।   


প্রেমে আবদ্ধ দু’টি প্রাণীর মাঝে স্বচ্ছ পর্দাও যেন অনেক বড় বাঁধা হয়ে দাঁড়ায়। সেই বেড়াজাল ভেঙে পরস্পরের কাছে আসার তীব্র আকুতিই প্রকৃত ভালোবাসা। আর সেই ভালোবাসাই দৃশ্যমান এ দুই কুকুরের  মাঝে। দুই বাড়ির মধ্যকার প্রাচীর তাদের সম্পর্কের মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে পারেনি। দু’জন দু’জনকে ঠিকই জড়িয়ে নিয়েছে ভালোবাসার বাহুডোরে।


বরফে মোড়া এন্টার্কটিকার শূন্য প্রান্তরে নিজেদের ঠিকই মানিয়ে নিয়েছে পেঙ্গুইন দম্পতি। নিস্তব্ধ নির্জন এ মহাদেশের কোনো প্রান্তে ঘর বাঁধবে বলেই বুঝি হাত ধরে সঠিক জায়গার সন্ধান করছে তারা।


গাছ থেকে জলে পড়লো টকটকে লাল দু’টো চেরিফল। আর সেই চেরিতে করে একে অপরের সঙ্গে দেখা করতে এলো দু’টি শামুক। ছুঁই ছুঁই করেও যেন ছোঁয়া যাচ্ছে না নিজেদের।


মিষ্টি দু’টি ইঁদুর। বহুদিন পর পরস্পরের সঙ্গে দেখা। আর সেই খুশিতেই লেজ উঠিয়ে গাছের ডালে দুলতে লাগলো তারা।


প্রেরি পরিবার। বাবা-মার আদরমাখা মুহূর্তে নিজেও আদর নিতে চলে এলো ছোট্ট প্রেরি।


বরফ প্রান্তর। শেয়াল মামীর রাগ ভাঙাতে এলো শেয়ালমামা। গাল পেতে আদর নিলেও মামীর মুখটা কিন্তু এখনও ভার।


আবারও বুঝি মান-অভিমানের গল্প। বন্ধুর কাজই তো অন্য বন্ধুদের ঝগড়া মিটিয়ে তাদের এক করে দেওয়া। এখানেও তাই। শেষে তিনজনই জড়াজড়ি করে এগিয়ে চললো।


কমলারঙা টিয়া। বসন্তের কোনো এক সকালে নিজেদের আদরে হারিয়ে গেল তারা।


গলাগলি ব্যাপারটা বোধহয় জিরাফের ক্ষেত্রেই সবচেয়ে ভালো যায়!


মায়েরা যখন কাজে ব্যস্ত তখন হস্তি শাবকেরা নিজেদের শুঁড় জড়িয়ে মেতে উঠলো খেলায়।  

তথ্যসূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ০২৩১ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।