ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

সর্বকালের সবচেয়ে চমকপ্রদ বডি টুইস্ট!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মে ১৯, ২০১৫
সর্বকালের সবচেয়ে চমকপ্রদ বডি টুইস্ট!

ঢাকা: যুক্তরাজ্যভিক্তিক টিভি চ্যানেল আইটিভিতে প্রচারিত হচ্ছে ‘ব্রিটেনস গট ট্যালেন্ট ২০১৫’র নবম সিরিজ। সাইমন কোয়েল পরিচালিত এ রিয়েলিটি শোতে প্রতিযোগীরা সংগীত, নৃত্য, জাদু, শারীরিক কসরতসহ বিভিন্ন মেধা প্রদর্শন করে থাকেন।



গত ১৬ মে, শো-টির ৬ষ্ঠ এপিসোডে ব্রিটেন’স গট ট্যালেন্ট শো পেল আরও এক মেধাবীকে, যিনি তার রোমহর্ষক পরফরমেন্সের মাধ্যমে বিচারকসহ মন যুগিয়েছেন দর্শকদেরও।

জুনিয়র নামে এ প্রতিযোগীর স্টেজ নাম বোনেটিক্স। সার্কাস ও যোগব্যায়ামের কলার সম্মিলনে শারীরিক কলা দেখিয়ে বিচারকদের কাছ থেকে পাঁচটি ‘ইয়েস’ পেয়ে এগিয়ে গেছেন পরের রাউন্ডে। আর মাত্র দু’টি রাউন্ড বাদেই সেমিফাইনাল।

জুনিয়রকে ফাইনালে দেখার আশা নিয়ে তার পরিবার, বন্ধুমণ্ডল ও ভক্তদের মধ্যে ইতোমধ্যে শুরু হয়ে গেছে গুঞ্জন।  

পাঁচ ইয়েস পাওয়া পারফরমেন্সে জুনিয়র দু’হাত পেছনে নিয়ে উপরের দিকে তিন ভাঁজে পেঁচিয়ে যে কসরত দেখিয়েছেন, তা বোধহয় এ যাবতকালের সবচেয়ে চমকপ্রদ বডি টুইস্ট!

নিজের পারফমেন্স সম্পর্কে ১৭ বছর বয়সী এ প্রতিযোগী বলেন, শোতে অংশ নেওয়া সবাই ট্যালেন্ট। তবে অন্যান্য বন্ধুদের তুলনায় আমার পারফরমেন্সে কিছু হলেও ভিন্নতা রয়েছে।

এরই মধ্যে জুনিয়রের এ এপিসোডের ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে। বলাই বাহুল্য, সাড়া পড়ে গেছে চারদিকে! আর ইন্সটাগ্রামে জুনিয়রকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। দেখা যাক, ফাইনাল রাউন্ড পর্যন্ত যেতে পারেন কিনা!

ব্রিটেন’স গট ট্যালেন্ট ২০১৫’র নবম সিরিজ শুরু হয়েছে চলতি বছরের ১১ এপ্রিল। জনপ্রিয় এ রিয়েলিটি শো-র শুরু ২০০৭ সালে। এবারের বিচারকমণ্ডলীর মধ্যে রয়েছেন সাইমন কোয়েল, আমান্ডা হেল্ডেন, আলিসা ডেক্সন, ডেভিড ওয়েলিয়ামস।

*ভিডিও


বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।