ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ডাঙায় উঠে সিলের মাছ চুরি! (ভিডিওসহ)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, মে ১৪, ২০১৫
ডাঙায় উঠে সিলের মাছ চুরি! (ভিডিওসহ)

ঢাকা: ক্ষুধার্ত সিল, মাছ ধরে বা চুরি করে খাবে এতে আর আশ্চর্যের কী! হ্যাঁ, ঠিক। তবে জল ছেড়ে স্থলে গিয়ে মাছ চুরি করলে একটু চমকে উঠতে হয় বৈকি।

 

ঘটনা যুক্তরাষ্ট্রের অরেগনে। সমুদ্রের ধারে সারি সারি মাছের দোকান। রোজকার মতো ক্রেতারা কেনাকাটায় ব্যস্ত। এর মধ্যে একটি বিশাল বপু সিল মাছকে দেখা গেল লাফ দিয়ে ডাঙায় উঠতে। তারপর শরীর এঁকেবেঁকে সোজা চার্লেস্টন নামে এক মাছের দোকান। বলা নেই কওয়া নেই, হঠাৎ এ কাণ্ড দেখে চমকে গেলেন উপস্থিত ক্রেতারা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ক্ষুধার্ত সিলটি মাছ খুঁজতেই দোকানে ঢুকেছিল।

মুহূর্তের আকস্মিকতা যাই হোক, সিলের কাণ্ড ঠিকই থেকে যায় সিসিটিভির ফুটেজে। দেখা যায়, জলজ এ প্রাণীটি দোকানে ঢুকে মেঝেতে পড়ে থাকা একটি ব্যাগে মুখ ঢুকিয়ে কী যেন খুঁজছে। পরে যখন বুঝতে পারে ব্যাগ আসলে ফলমূলে ভর্তি, তখন যেখান থেকে এসেছে সেখ‍ানেই ফিরে যায় সে।

তবে দোকানের এক কর্মী ম্যাট লেডক্সের কাছে শোনা গেল মজার তথ্য, গত ছয় বছর ধরেই চলছে সিলটির আসা-যাওয়া। এখানে সে রীতিমতো আইকন। স্থানীয়রা ওকে চিনলেও, নতুন কেউ দেখলে ভয় পেয়ে যান!

পরে বাজার কর্তৃপক্ষ সিলের মাছ চুরির এ মজার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে ব্যাপক সাড়া পড়ে যায়।


বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।