ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

সেলফি তুলতে গিয়ে সমুদ্রগর্ভে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মে ২৩, ২০১৫
সেলফি তুলতে গিয়ে সমুদ্রগর্ভে!

ঢাকা: সেলফি, জন্ম দিচ্ছে একের পর এক ভয়ঙ্কর অভিজ্ঞতার।   এ ম্যানিয়ায় ‘আক্রান্ত’ হয়ে প্রাণ হারিয়েছেন অনেকেই।



সম্প্রতি সেলফি তুলতে গিয়ে নিজের ওপর নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে প্রাণ হারিয়েছেন সিঙ্গাপুরের এক পর্যটক।

ইন্দোনেশিয়ার বালি দ্বীপ ভ্রমণে যান মোহামেদ আসলাম শাহুল (২১) নামে এক পর্যটক। ভ্রমণকে স্মৃতির পাতায় ধরে রাখতে সমুদ্রের কিনারে সেলফি তুলতে যান।

এ সময় ছয়ফুট উচ্চতার একটি ঢেউ তার ওপর আছড়ে পড়ে। এতে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে সমুদ্রের পানিতে তলিয়ে যান তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

গত বছরের আগস্টে সেলফি তুলতে গিয়ে পর্তুগালে এক দম্পতির মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মে ২৩, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।