ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইথিওপিয়ায় নতুন প্রজাতির মানব ফসিল

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, জুন ২, ২০১৫
ইথিওপিয়ায় নতুন প্রজাতির মানব ফসিল

ঢাকা: পৃথিবীতে বিভিন্ন সময়ে, বিভিন্ন স্থান ও দেশভেদে এসেছে বিভিন্ন প্রজাতির মানুষ। কালের পরিক্রমায় আসা এসব প্রাচীন মানব সম্পর্কে যুগে যুগে হয়ে আসছে গবেষণা।



সম্প্রতি ইথিওপিয়াতে পাওয়া গেছে আরও এক নতুন প্রজাতির মানব ফসিলের সন্ধান। গবেষকরা মাটি খুঁড়ে পেয়েছেন প্রাচীন মানবের চোঁয়াল ও দাঁতের হাড়।

ধারণা করা হচ্ছে, এখন থেকে ৩৩ লাখ বা ৩৫ লাখ বছর আগে পৃথিবীতে ছিলো এই প্রজাতির মানুষের বসবাস।

নতুন আবিষ্কৃত এই মানব প্রজাতির নাম অস্ট্রালোপিথেকাস ডেইরিমিডা। এর অর্থ নিকটাত্মীয়। অর্থাৎ, ইথিওপিয়া ও এর সংলগ্ন এলাকার মানুষের খুব কাছের প্রজাতিই ছিলো তারা।

আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক জার্নাল নেচারে প্রকাশিত হওয়া এই গবেষণার তথ্য অনুযায়ী, অস্ট্রালোপিথেকাস ডেইরিমিডা প্রজাতির মানুষেরা দেখতে খানিক মানুষ ও বানরের সংমিশ্রণ। এদের  আকার বিগত বছরে পাওয়া প্রজাতিগুলোর তুলনায় ছোট।

নতুন এই গবেষণার অগ্রদূত যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের ভৌত নৃবিজ্ঞান অধ্যক্ষ ডক্টর ইউহানেস হালি সালাসি বিবিসি নিউজকে জানান, অন্যান্য প্রজাতির সঙ্গে মূল পার্থক্য নির্ণয় করতে প্রাপ্ত ফসিলের দাঁত ও চোয়ালের অঙ্গব্যবচ্ছেদের বিস্তর বিশ্লেষণ করতে হয়েছে।

তিনি আরও বলেন, এই নতুন প্রজাতির চোয়াল অনেক বেশি মজবুত ও দাঁতের আকার খুবই ছোট।

ধারণ‍া করা হচ্ছে প্রায় সমপ্রজাতির চার প্রকার আদিম মানুষেরা একই সময়ে পৃথিবীতে এসেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে অস্ট্রালোপিথেকাস আফারেন্সিস। তার‍া লুসি নামেও পরিচিত। ধারণা করা হয়, এরাই আমাদের সরাসরি পূর্বপুরুষ ছিলেন। পৃথিবীতে এদের বসবাস ছিলো এখন থেকে ২৯ লাখ বা ৩৮ লাখ বছর আগে।

এছাড়াও ২০০১ সালে কেনিয়াতে আবিষ্কৃত হয়েছে কেনিয়ানথ্রোপাস প্লাটিওপস, চাঁদে আবিষ্কৃত অস্ট্রালোপিথেকাস ও নতুন এই অস্ট্রালোপিথেকাস ডেইরিমিডালের বসবাস পৃথিবীতে একই সময়ে ছিলো বলে ধারণা বিশেষজ্ঞদের।

ডক্টর ইউহানেস বলেন, মানুষের বিবর্তনের ধারাবাহিকতা নির্ণয় করতে আরও ফসিল আবিষ্কার করতে হবে।

নতুন নতুন ফসিল আবিষ্কৃত হলে পৃথিবীতে একই সময়ে কোন কোন প্রজাতির মানুষের বসতি ছিলো বা কার পর কার আগমন হয়েছিল, তাদের ব্যবহার, একতা বা বিরুদ্ধ আচরণ কেমন ছিল এবং কি করে তারা খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিজেদের মধ্যে ভাগাভাগি করতো তা জানা যাবে বলে জানান হালি।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।