ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

কেএফসির বার্গারে এবার লোহা!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
কেএফসির বার্গারে এবার লোহা!

ঢাকা: কেএফসির খাবারে ইঁদুর ফ্রাই পাওয়ার রেশ কাটতে না কাটতেই এবার বার্গারে পাওয়া গেলো লোহা! যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত এই ফুড চেইনে জিঞ্জার বার্গারের ভেতর পাওয়া গেছে তিন ইঞ্চি লম্বা লোহাটি।

পূর্ব ইংল্যান্ডের সাফোকের ইপসউইচের নিকটবর্তী স্থানীয় কে‌এফসির  মার্টলসাম শাখা থেকে জিঞ্জার বার্গারটি কেনেন লুসিয়া রিচার্ডসন।


লুসিয়া জানান, বার্গারটি খাওয়ার সময় লোহার ওপর কামড় পড়ায় আমি ভেবেছিলাম এটা হয়তো মুরগির হাড় হবে। কিন্তু দ্বিতীয়বার কামড় দিতেই লোহাটি বেরিয়ে এলো।

ভাবতেই পারছি না, তিন ইঞ্চি লোহাটি অ‍ামার বার্গারের ভেতর ছিলো। জানান, ২৯ বছর বয়সী লুসিয়া।

এ ঘটনার পর  সাফোকের উইকহাম মার্কেটবাসী লুসিয়া কেএফসিকে পুরো বিষয়টি জানান। তিনি বলেন, বার্গারের ভেতর লোহা পাওয়া গেছে বলাতে কর্তৃপক্ষ আমার নাম টুকে রেখেছে। তবে এর ক্ষতিপূরণ হিসেবে তারা আমাকে আরও একটি নতুন বার্গার দেয়।

এমন অভিজ্ঞতায় লুসিয়ার ভাষ্য, এতো প্রসিদ্ধ প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটবে তা কারও কাম্য নয়। তবে তারা বিষয়টি ভালোভাবেই স্বীকার করেছে।

এদিকে কেএফসির এক মুখপাত্র জানান, এ ঘটনার জন্য আমরা সত্যিই দুঃখিত। শিগগিরই এ ঘটনার কারণ খুঁজে বের করে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।