ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

এলিয়েন সত্যিই থাকতে পারে!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
এলিয়েন সত্যিই থাকতে পারে!

ঢাকা: এলিয়েন (ভিনগ্রহের প্রাণী) সত্যিই থাকতে পারে বলে মত দিয়েছেন ব্রিটেনের এক জীববিজ্ঞানী।

তিনি বলেন, এলিয়েনদের মানুষের মতো হাত, মাথা এবং উন্নত বুদ্ধিমত্তা থাকতে পারে।

সে কারণে তাদের চিন্তা করার ক্ষমতাও আছে।

ব্রিটেনের ইউনির্ভিসিটি অব কেমব্রিজের এক বিশেষজ্ঞ এ মত দিয়েছেন।

সিমন কনওয়ে মরিস নামে ওই জীববিজ্ঞানী বলেন, বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে এই এলিয়েনরা থাকতে পারে। তাদের বিবর্তনের সম্ভাবনাও রয়েছে এবং তারা হয়ত দেখতে সুন্দরও।

‘দ্য রানস অব এভ্যুলিউশন’ নামে সম্প্রতি তার প্রকাশিত একটি বইতে এ সব তথ্য তুলে ধরেন বিজ্ঞানী সিমন মরিস।

তিনি এ বইতে বলেন, এ এলিয়েনদের জীবনের বিবর্তন একটি নির্দিষ্ট ধারায় ঘটার সম্ভাবনা রয়েছে।

তার বক্তব্যের বিষয়ে যুক্তরাজ্যভিত্তিক মিরর সংবাদমাধ্যম জানিয়েছে, সিমন মরিসের এ যুক্তি যদি সত্যি হয়, তাহলে ধরে নিতে হবে, পৃথিবীর জীবের মতো এলিয়েনদেরও হাত-পা, মাথা এবং বুদ্ধিমত্তা রয়েছে।

বিজ্ঞানী মরিস বলছেন, বিবর্তন যেমন-তেমনভাবে ঘটছে না। ঘটছে নির্দিষ্ট একটি প্রক্রিয়ার মাধ্যমে।

তিনি বলেন, পৃথিবীতে বিবর্তনচক্র যেভাবে ঘটছে, একই রকমভাবে আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে ছাড়িয়ে অন্য গ্যালাক্সিতেও এলিয়েনদের এই বিবর্তন প্রক্রিয়া চলতে পারে।

মরিস বলেন, অন্য গ্যালাক্সির যেখানে বাসযোগ্য পরিবেশ রয়েছে, সেখানে এলিয়েনরা থাকতে পারে। তবে যেখানকার পরিবেশ এখনো উত্তপ্ত বা হিমশীতল অবস্থা বিদ্যমান, সেখানকার কথা আমি বলছি না।

তিনি বলেন, সম্ভাব্য গ্রহগুলির অন্তত একশটির মধ্যে একটিতে এই এলিয়েনদের অস্তিত্ব থাকতে পারে। সেই সঙ্গে তারা উন্নত বুদ্ধিমত্তার হতেই পারে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫/আপডেটেড: ১৮৩৪ ঘণ্টা
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।