ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ঈগলে সওয়ার কাক!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
ঈগলে সওয়ার কাক!

ঢাকা: বাল্ড ঈগলের পিঠে চড়ে আকাশ পাড়ি দিচ্ছে কাক! বিষয়টি একটু অদ্ভুত আর মজারও! কাকের তো নিজেরই ডানা রয়েছে, তার আবার ঈগলের পিঠে চড়ে উড়ে বেড়ানোর প্রয়োজন কী? অবশ্য, সারাজীবন তো নিজের ডানায় ভর করেই চলেছে সে, এবার অন্যের পিঠে চড়ে উড়ে বেড়ালে কেমন লাগে তা ভেবেই হয়তো এ কাজ করেছে কাকটি।

শিকারি এ পাখিটি খাবারের সন্ধ‍ানে সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছিল।

পেছন পেছন কাক মহাশয়ও আসছিলো উড়ে। কী ভেবে সে চেপে বসলো ঈগলের পিঠে। এভাবে চললো কয়েক সেকেন্ড। তারপর? চলুন গল্পের বাকিটুকু শুনে নেওয়া যাক ছবিগুলোর আলোকচিত্রী ফু চ্যানের কাছ থেকেই।
সেদিন সকালে ওয়াশিংটনের সমুদ্রপাড়ে খাদ্যের সন্ধানে উড়ে বেড়াচ্ছিলো বাল্ড ঈগলটি। কাককে ঈগলের পেছন পেছন আসতে দেখে ফু ভেবেছিলেন, হয়তো ঈগলটিকে তাড়া করছে সে।

৫০ বছর বয়সী ফু জানান, আমি এর আগে দেখেছি নিজের এলাকা থেকে হটাতে বাজপাখিকে কাক তাড়া করতে। এবারও প্রথমে ভেবেছিলাম এটাও বুঝি তেমনই কোনো ঘটনা। কিন্তু আমাকে অবাক করে কাকটি ঈগলের পিঠে নামল।

তিনি আরও জানান, সবচেয়ে মজার ব্যাপার, ঈগলও নির্দ্বিধায় কাককে পিঠে করেই উড়ে চলল। এমনভাবে চলতে লাগলো যেন কিছুই হয়নি। এভাবে কিছুক্ষণ ঈগলের পিঠে চেপে ওড়ার পর কাক নিজের মতো উড়ে চলে গেল।
আর ঈগলটি? সে ফের খাবার খুঁজতে লাগলো।

ফু জানান, যারাই আমার তোলা এ ছবিগুলো দেখেছেন তারাই চমকপ্রদ হয়েছেন। সবারই একই প্রশ্ন, কী করে এত সুন্দর ছবিগুলো আমি তুলেছি।   আমার একটাই কথা, এমন ছবি তুলতে সঠিক সময় সঠিক জায়গায় থাকতে পারাটাই আসল বিষয়।

উত্তর আমেরিকার সমুদ্রপাড়ে বাল্ড ঈগল দেখা যায়। স্ত্রী ও পুরুষ বাল্ড ঈগলের মধ্যে তেমন কোনো পার্থক্য না থাকলেও স্ত্রী বাল্ড পুরুষ বাল্ডের তুলনায় ২৫ শতাংশ বড়।

তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।