ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

আলিঙ্গনে অন্তিম বিদায়

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
আলিঙ্গনে অন্তিম বিদায় সংগৃহীত

ঢাকা: জ্যানেট ও আলেক্সান্ডার সাধারণ দুটি নাম। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এই যুগলের প্রেম কাহিনী অনন্য।



জ্যানেট-আলেক্সান্ডার উপাখ্যান নেহায়েত কম লম্বা নয়। মাত্র আট বছর বয়সে তাদের চেনা পরিচয় ও প্রেম। দুজনের বয়সের মাঝে শুধু এক বছরের ব্যবধান।

১৯৪০ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর কেটে যায় মধুর ৭৫ বছরের যৌথজীবন। পাঁচ সন্তানের সুখী বাবা-মা হয়ে তারা বাস করতেন ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে।

একই সঙ্গে বার্ধক্যে উপনীত হওয়া এই দম্পতি একে অপরকে ছাড়া থাকতে পারতেন না। দীর্ঘ সংসার জীবনেও তারা কখনোই আলাদা থাকেননি। এমনকি কর্মজীবনে আলেক্সান্ডার যখন মার্কিন নৌবাহিনীর টেলিগ্রাফ অপারেটর হিসেবে কাজ করতেন তখনও তারা একসঙ্গে থাকতেন, একসঙ্গে বেরুতেন যেকোনও ভ্রমণে।

তারা ভাবতেন কেবল মৃত্যুই হয়তো তাদের বিচ্ছিন্ন করে ফেলতে পারে। তারা সিদ্ধান্ত নেন, অন্তত মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এক সঙ্গেই থাকবেন। একে অপরের হাতে হাত রেখে, আলিঙ্গনাবদ্ধ অবস্থায় জানাবেন অন্তিম বিদায়।

এ বছরের জুনে অসুস্থ হয়ে স্ত্রীর পাশেই শয্যাশায়ী হন আলেক্সান্ডার। এ সময় তারা প্রায়ই স্মরণ করতেন তাদের পূর্ব নির্ধারিত শেষ ইচ্ছের কথা।

১৭ জুন প্রিয়তমা জ্যানেটকে বাহুবন্ধনে নেওয়ার এক ঘণ্টার মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলেক্সান্ডার। আবেগপ্রবণ মুহূর্তটি সম্পর্কে জানা যাক তাদের মেয়ে এমী তোজকো কাশম্যানের ভাষ্যে-

‘এ সময় মা, বাবাকে উদ্দেশ্য করে বলছিলেন, দেখো, এটাই চেয়েছিলে তুমি। আমার বাহুবন্ধনেই বিদায় জানালে তুমি। আমি তোমাকে ভালবাসি। অপেক্ষা করো, খুব শিগগির আমিও আসছি তোমার কাছে। ’

প্রিয়তম আলেক্সান্ডারের দেহত্যাগের ২৪ ঘণ্টার মধ্যেই মারা যান জ্যানেট তোজকো। সেবায় নিয়োজিত হজপিসকর্মীসহ (মৃত্যুপথযাত্রীদের শেষ যাত্রায় সঙ্গ দেওয়া সংগঠনের কর্মী) এ দম্পতির সন্তানেরা এ পরিণতিকে স্বর্গীয় বলেই অভিহিত করেছেন।

তারা মনে করছেন, জ্যানেট ও আলেক্সান্ডারের প্রেম রথী-মহারথীদের প্রেমের ইতিহাসে অবহেলিত থাকবে না।      

সান দিয়েগোর মিরামারের একটি সমাধিস্থলে পাশাপাশি সমাহিত করা হয়েছে তাদের।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।