ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

প্রথম বাবা দিবস পালন, ক্লোন ভেড়ার জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
প্রথম বাবা দিবস পালন, ক্লোন ভেড়ার জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

৫ জুলাই ২০১৫, রোববার। ২১ আষাঢ়, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।


•    ১৮১১– ষোড়শ শতকের প্রথম দিক থেকে ভেনিজুয়েলা ছিল স্পেনের একটি উপনিবেশ। দখদারিত্ব ও অন্যায় আচার সহ্য করার পর ১৮১১ সালে স্পেনকে পরাজিত করে ল্যাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা স্বাধীনতা লাভ করে।

•    ১৯০৮– যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টবাসী গ্রেস গোল্ডেন ক্লেইটনের উদ্যোগে প্রথম বাবা দিবস পালিত হয়।


•    ১৯২৯– ভাষা সৈনিক শেখ আমান উল্লাহর জন্ম। ১৯৪৮ সাল থেকে থেকে ১৯৫২ সাল পর্যন্ত রাষ্ট্রভাষার দাবিতে সংঘটিত দক্ষিণ জনপদের সবগুলো আন্দোলন ও সংগ্রামে শেখ আমান উল্লাহ অগ্রণী ভূমিকা পালন করেছেন।

•    ১৯৪৭- ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদন পায়।  

•    ১৯৬২– ফরাসিদের কাছ থেকে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া স্বাধীনতা লাভ করে।

•    ১৯৭৭– পাকিস্তানের জেনারেল মো. জিয়াউল হক এক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেন।

•    ১৯৯৪– ফিলিস্তিনে স্বায়ত্তশাসনের সূচনা।
•    ১৯৯৬– ব্রিটিশ বিজ্ঞানী ড. উইলমুটের আবিষ্কৃত ক্লোনিং পদ্ধতির প্রথম সাফল্য হিসেবে ভেড়া-শাবক জন্ম নেয়। ভেড়া শাবকটির নাম ছিল ডলি।

গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ০৪৪২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।